কেরানীগঞ্জে রাস্তাঘাট পরিষ্কার ও ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ছাত্রছাত্রীরা
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় ট্রাফিকের দায়িত্ব ও রাস্তাঘাট পরিষ্কার করছে আন্দোলনরত ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীরা জানায় বর্তমানে উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশের জানমাল রক্ষা রাস্তাঘাট পরিষ্কার ও শৃঙ্খলা অনুসারে গাড়ি-ঘোড়া পরিচালনা করা দায়িত্ব তারা স্বেচ্ছায় নিয়েছেন ।যতদিন দেশ স্বাভাবিক না হবে ততদিন তারা এই মহান দায়িত্ব পালন করে যাবেন।
আজ সকাল ৯ টা থেকে কদমতলী গোল চত্বর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান যতদিন পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা ফিরে না আসবে ততদিন পর্যন্ত তারা স্বেচ্ছায় এই মহান দায়িত্ব পালন করে যাবেন। এ সময় বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা কর্মীরা ও উপস্থিত ছিলেন তারাও রাস্তাঘাট পরিষ্কার ও ট্রাফিকের দায়িত্ব পালন করেন।