ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠিতে সড়ক পরিষ্কার করছে আন্দোলনরত শিক্ষার্থীরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 8, 2024 - 9:01 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ময়লা-আবর্জনা নিজ হাতে মাঠে নেমে সড়ক পরিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (৭ আগষ্ট) সকাল থেকে দুপুর পযন্ত তারা এ কার্যক্রম চালায়। এ সময় আওয়ামী লীগের (সাবেক) অফিসের সামনের সড়কে, উপজেলার ভিতরে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, মুক্তিযোদ্ধা ভবনের সামনে সহ জেলার বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, হাতের গ্লাভস পড়ে, মুখে মাক্স দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক মো. নাঈম হাসান ঈমন বলেন, বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা ব্যক্তিগত উদ্যোগ এই কাজে নেমেছেন। পোড়া জিনিসপত্র পড়ে সড়ক অপরিষ্কার থাকায় জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। তাই জনগনের সুবিধার্থে সড়ক পরিষ্কারের কাজ করেছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।