ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে দেয়াললিখন ও গ্রাফিতি অঙ্কন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 10, 2024 - 4:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিদ্যালয়ের দেয়ালে লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি করেছে। শনিবার দিনব্যাপী তারা এই কর্মসূচি পালন করে। এসময় তারা বিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে শান্তি, সহিষ্ণুতা ও গণতন্ত্রের বার্তা লিখেছেন।

গ্রাফিতির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের গ্রাফিতির পাশে লেখা আছে “ছাত্ররাই দেশ পরিবর্তনের কারিগর”, অন্য পাশে লেখা হয়েছে “কারো পানি লাগবে পানি”।

এছাড়া দেয়াললিখনের মধ্যে রয়েছে, ‘রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’, ‘দাবায় রাখতে পারবা না’, ‘মেধা দিয়ে করব বিশ্ব জয়’, নতুন বাংলা জেন- জেড’, একাত্তর দেখিনি ২৪ দেখেছি’, চেতনায় চব্বিশ হৃদয়ে বাংলাদেশসহ আরো বহু বার্তা।

শিক্ষার্থীরা জানায়, আমরা বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি; একাত্তরের ২৫ মার্চ কালরাতের গণহত্যা দেখিনি। কিন্তু এগুলো সব সময় আমাদের প্রতিবাদী চেতনার জন্ম দেয়। এবার আমরাও ইতিহাসের সাক্ষী হলাম। আমরা চব্বিশ (২০২৪) দেখেছি। দেয়ালে, সড়কে গ্রাফিতির মাধ্যমে চব্বিশকে পৃথিবীব্যাপী জানিয়ে দিতে চাই। এসময় তারা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ কামনা করে। গ্রাফিতির মাধ্যমে তারা তাদের মতামত সকলের কাছে পৌঁছে দিতে চায়।