নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম-২০২৬ নবিন বরণ সম্পন্ন
চট্টগ্রাম: বিশ্বব্যাপী অত্যন্ত সাফল্যের সাথে এগিয়ে চলা আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন চট্টগ্রামের মাহমুদ নগর, চান্দগাঁও, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম-২০২৬ নবিন বরণ সম্পন্ন হয়েছে।
আজ ১০ই আগস্ট রোজ রবিবার মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত আলিম-২০২৬ নবিন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ড. হাফেজ আল্লামা মুহাম্মদ মহিউল হক মহোদয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাদ্রাসা গভর্ণিং বডির সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক। সিনিয়র শিক্ষক সরওয়ার আহছান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- মাদ্রাসার মান্যবর উপাধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আলহাজ্ব আল্লামা মাহমুদুর রহমান আলক্বাদেরী, আরবি প্রভাষক হাফেজ আল্লামা মুহাম্মদ এনামুল হক, আরবি প্রভাষক জনাব আল্লামা খাইরুল আমিন চিশতি, ইংরেজি প্রভাষক রাসেল ইকবাল, প্রভাষক ইয়াছমিন আক্তার, সিনিয়র শিক্ষক তাছলিমা আক্তার, শাম্মী আক্তার, কাউছার পারভীন, নাহিদ সুলতানা, আল্লামা এনামুল হক আলক্বাদেরী, আল্লামা আব্দুল কাদের ।
মিলাদ ক্বিয়াম পরিচালনা করেন আরবি প্রভাষক হাফেজ আল্লামা আহমদুর রহমান হক্কানী। বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত-জান্নাতুল ফেরদৌস কামনা এবং চিকিৎসারত সকলের সুচিকিৎসা নিশ্চিত করণ। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্ঠা মহোদয় ও সকল মাননীয় উপদেষ্ঠা মহোদয়গণ এর সুস্বাস্থ্য দীর্ঘায়ূ কামনা, দেশের সর্বস্তরের জনগণ সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনায় দোয়া মুনাযাত পরিচালনা করেন মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ ড. হাফেজ আল্লামা মুহাম্মদ মহিউল হক। মাদ্রাসার সকল শাখা প্রধান, প্রভাষক-শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলিম-২০২৬ ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদেরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত-শুভেচ্ছা জানানো হয়। বর্তমান সময়ে রাস্তায় ট্রাফিক এর দায়িত্ব পালনে জাতীয় কার্যক্রমে জনগুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় সকল ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়।