ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝুম বৃষ্টি উপেক্ষা করে ঝালকাঠিতে ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বিদের বিক্ষোভ সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 12, 2024 - 5:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের ওপর হামলা, নির্যাতনের প্রতিবাদ ও ৮ দফা দাবি আদায়ে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিকেল তিনটা থেকে দুই ঘন্টাব্যাপী ৮দফা দাবীতে দেড় ঘন্টাব্যাপী বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ঝালকাঠির সর্বস্তরের হিন্দু সমাজ।

ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। শুরুতে বৃষ্টি না থাকলেও সাড়ে তিনটায় ঝুম বর্ষা নামে। আর সে বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক হিন্দু নারী-পুরুষ নির্যাতন বিরোধী বিক্ষুব্ধ স্লোগানে ফেঁটে পড়েন। বৃষ্টিতে ভিজে জাতীয় সংগীত গেয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে গীতা পাঠ শেষে ৮ দফা দাবী তুলে ধরেন হিন্দুরা। এসময় বক্তব্য রাখেন, অলোক সাহা আশীষ ভট্টাচার্য্য, বিষ্ণু সাহা, সঞ্জীব চন্দ্র।

বক্তারা, তারা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্লেকার্ড নিয়ে মুহুর মুহুর শ্লোগান দেয়। অবস্থান চলাকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে থেকে ৮ দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই দেশের নাগরিক। আমরা অন্য দেশে যাব না। স্বাধীন বাংলাদেশ বৈষম্যের কোন স্থান নেই। হামলাকারীদের উপর কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।