ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে সংখ্যালঘুদের উপর অস্প্রদায়িক নির্যাতনের দাবিতে সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 12, 2024 - 5:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে সংখ্যালঘুদের উপর অসাম্প্রদায়িক হামলা, নির্যাতন, অগ্নিসংযোগ,লুটপাট,প্রতিমা ভাংচুরের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা  উদযাপন পরিষদ এবং ধর্মীয় জাতিগত ঐক্য মোর্চার নেতৃবৃন্দরা।

রবিবার  বিকাল সারে ৩ টার সময় বাহিমহাটি পালপাড়া  শ্রী শ্রী কালিমন্দির থেকে বিক্ষোভ মিছিল বের করে। দুপুর ২ টা থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে নারী পুরুষ জমা হতে থাকে মন্দিরের সামনে। মিছিলটি মির্জাপুর বাজার রোড পদক্ষিণ করে কেন্দীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান করে।

সারা দেশব্যাপী ৫৪ টি জেলায়  হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, হামলা,মন্দির ভাংচুর,লুটপাট, লাঞ্ছিত করার প্রতিবাদ স্বরূপ মির্জাপুরেও প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রায় ২ হাজার মানুষ।

তখন শহীদ মিনারে প্রতিবাদী স্লোগান হয়, তুমি কে?  আমি কে? বাঙ্গালি, বাঙ্গালি, হিন্দুদের উপর অত্যাচার কেন ? দেশ কেন ছাড়তে হবে? জবাব চাই  জবাব চাই, জাগো জাগো হিন্দু জাগো, জয়শ্রী রাম ধ্বনিতে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার।

এ সময়  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে, বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সেন (লালু) ও সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল, যগ্ম সম্পাদক স্বপন কুমার মন্ডল এবং বাংলাদেশ পূজা উদযাপন কমিটির  উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্বামী ও সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী (শঙ্কর), সাবেক সাধারণ সম্পাদক সুশীল সরকার, মির্জাপুর কলেজের সাবেক জিএস বিপ্লব সাহা, মির্জাপুরের সাহাপাড়ায় স্কনের পরিচালক ও সভাপতি রাকেশ কৃষ্ণ দাস ও প্রেম স্বরূপ দাস এবং সাধারণ সম্পাদক অপূর্ব কৃষ্ণ দাস  সহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি পুনরায়  বাহিমহাটি পালপাড়া কালীমন্দিরে গিয়ে শেষ হয় এবং সমাপনী বক্তব্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদকে হুশিয়ারি দেন। যদি কোন সংখালঘুদের উপর অত্যাচার হলে প্রতিবাদ করতে ও মন্দির রক্ষা করতে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রসাশনের দ্রুত পদক্ষেপ চান বক্তারা।