ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রং তুলির আচড়ে ফুটিয়ে তুলছে আন্দোলনের প্রতিচ্ছবি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 13, 2024 - 2:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কের ডিভাইডার ও দেওয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে আন্দোলন সংগ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে পৌর শহরের শাপলা চত্বর ও ফুলবাড়ী সরকারি কলেজের মুল ফটকে রং তুলি দিয়ে আন্দোলনের এসব ছবি আঁকার দৃশ্য দেখা মেলে।

শিক্ষার্থীরা কেউ তুলি দিয়ে আকছেন, কেউ রং করছেন, কেউ আবার দেয়াল পরিস্কার করছেন।
বাহারি রঙের তুলির আচড়ে ফুটে উঠছে নানা রকম চিত্র। তা দেখে মুগদ্ধ হচ্ছেন পথচারিরাসহ
সাধারণ মানুষ।

শিক্ষার্থী সুপ্রিয় ও নুছাইবা আক্তার বলেন, আমাদের আন্দোলনের গল্পগুলোকে রং তুলির আচরের মাধ্যমে ক্যানভাসে জীবন্ত করে তুলছি। প্রত্যেকটা আঁচড়ে তুলে ধরছি আমাদের সংগ্রামের রঙিন প্রতিচ্ছবি। তারা বলেন, আসুন আমরা একসাথে দেশ গড়ি, দেশটাকে নতুন করে সাজাই। এই ছবি গুলো আমাদের ঐক্য, সংগ্রাম ও বিজয়ের কথা বলবে।