কর্মবিরতি শেষে যোগদিলেন ফুলবাড়ী থানা পুলিশ, ফুল দিয়ে বরণ করলেন জনতা
ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় পর নিরাপত্তাসহ ১১দফা দাবীতে কর্মবিরতে যান পুলিশ সদস্যরা। এতে সড়কের পাশাপাশি পুলিশশূন্য হয়ে পড়ে থানা গুলো। পরে উর্ধতণ কতৃপক্ষের আশ^াসে অবশেষে প্রায় এক সপ্তাহ পর মঙ্গলবার দুপুরে উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ কাজে যোগদান করেছেন।
এ উপলক্ষে বেলা ২টায় ফুলবাড়ী থানার সকল পুলিশ সদস্যগণ পোশাক পরিধান করে থানা চত্বর থেকে বের হয়ে গাড়ী বহর নিয়ে শহরে টহল দেন। এসময় পৌর শহরের নিমতলা মোড়ে এসে পৌছালে সাধারণ মানুষের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সড়কের দুই পাশে দাড়ীয়ে ফুল দিয়ে বরণ করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সদস্যরা নব উদ্যমে জনতার বাহিনী হিসেবে কাজ করতে ছাত্র-জনতার সহযোহিতা কামনা করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন,সার্কেল অফিসের সিনিয়র পুলিশ পরিদর্শক আকরাম হোসেন,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাফিজার রহমানসহ থানার সকল এসআই, এএসআই ও কনষ্টবলগণ উপস্থিত ছিলেন।
এসময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাফিজার রহমান ফুলবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা সবাই সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ফুলবাড়ী থানার আপামর মানুষের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বিদ্যমান তা বিরল ও প্রশংসনীয়। টানা কয়েকদিনের বিরতির পর আমরা কার্যক্রম শুরু করেছি। নতুন বাংলাদেশে আমরা ও আপনাদের স্বাগত জানাই। পুলিশ জনগনের বন্ধু, তাদের জানমালের নিরাপত্তা দিতে আমরা সর্বদা প্রস্তুত, এ জন্য সকলের সহযোহিতা কামনা করছি।