ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় শিক্ষার্থীদের রং-তুলিতে বদলে গেছে দেয়ালের চিত্র

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 14, 2024 - 5:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

মোঃ লায়ন ইসলাম,খানসামা(দিনাজপুর)প্রতিনিধি: শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দেয়ালে দেয়ালে গ্রাফিতি লিখেছিলেন খানসামা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত তারুণ্যদিপ্ত একঝাক বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী। সরকার পদত্যাগ ও নতুন সরকার গঠনের পর আগের গ্রাফিতি মুছে সেই দেয়ালে এখন বিজয়ের চিহ্ন, ক্যালিগ্রাফি লিখছেন তারা।

দেয়াল লিখন ও ক্যালিগ্রাফিতে অংশ নিয়েছেন সাজিদ, লিটন,মাহিম, সুমাইয়া শশী, রুহুল আমিন, মাহাবুব সাগর, জেন্সি,রিমন, লামিত, রিমি,তোহাসহ কয়েকজন শিক্ষার্থী।

বুধবার (১৩ আগস্ট) উপজেলার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের দেওয়ালে এসব গ্রাফিতি আর্ট করেন সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার থেকেই শিক্ষার্থীদের অনেকে দেয়াল পরিষ্কার করছেন, কেউ কেউ রঙ মিশানোর কাজ করছেন, কেউ দেয়ালে লিখছেন। এসব চিত্রে দেখা গেছে ‘ ছত্ররাই দেশ পরিবর্তনের কারিগর, স্বৈরাচার তুই চুপ কর,৩৬ জুলাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, ২৪-এর গণঅভ্যুথানসহ বিভিন্ন শ্লোগান।

দর্শনার্থীরা দেয়াল লিখনে নিজেদের মুগ্ধতা করেছেন। এ কাজের উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা।