ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই নেত্রী দলের জন্য কখনো শোভনীয় নয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 15, 2024 - 8:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সভাপতি এডভোকেট নিপূন রায় চৌধুরী বলেছেন, যে যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায়,
সেই নেত্রী দলের জন্য কখনো শোভনীয় নয়। শেখ হাসিনা কখনো দেশ ও দেশের মানুষের কথা ভাবেনি। তিনি ভেবেছেন তার পরিবারের কথা।

স্বৈরাতন্ত্র কায়েমের লক্ষেই বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার উপর গুলি করার অনুমতি দিতে তার একটুও বুক কাপেনি। আমরা আজ দেশ নতুন করে স্বাধীন পেয়েছি ছাত্র আন্দোলনের মাধ্যমে। ছাত্র জনতার গণঅভ্যাথনে দেশ ও দেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছে। এখন আমাদের সকল ভেদাভেদ ভুলে সকলকে একত্রে থাকতে হবে। কাউকে আর কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে করতে দেয়া হবে না।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী লায়ন সপিংমলের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও তার অঙ্গসংগঠনের দুইদিনব্যাপী অবস্থান কর্মসূচীর দ্বিতীয় দিনে উপস্থিত জনতার উদ্দেশ্য তিনি এসব কথা বলেন। এসময় অনাণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু,বিএনপি নেতা উমর শাহনেওয়াজ,মোকাররম হোসেন সাজ্জাদ, আজাদ হোসেন, মোঃ আশরাফ হোসেন, মোঃ হাসান, ইমাম আয়াতুল্লাহ মেকিং,যুবদল নেতা মোঃ আসাদুর রহমান সোহেল, হাজী আরিফ,মোঃ শহিদুল ইসলাম ও মোঃ সোহেল প্রমূখ।

অন্যদিকে কেরাণীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের শিকারী টোলা বিএনপি কার্যালয়ের সামনে কেরাণীগঞ্জ মডেল উপজেলা শাখা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এই অবস্থান কর্মসূচিতে কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ মনির হোসেন মিনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মডেল উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি হাজী শামীম, নাজিম উদ্দিন, যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, মো নাজিম উদ্দিন, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়ালিউল্লাহ সেলিম প্রমূখ ।