ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পুলিশের গুলিতে গুরুতর আহত তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক আকরাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 15, 2024 - 8:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

নিজস্ব প্রতিবেদক:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হামদে রাব্বি আকরাম। আকরাম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি গুরুতর আহত।

বুধবার (১৪ আগষ্ট) ছাত্রদলের এ নেতাকে দেখতে যান ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস আব্দুস সাত্তার পাটোয়ারী।

আবদুস আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে বিশেষ ভূমিকা রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি। বিএনপি ছাত্রদের উপর পুলিশের গুলিও সন্ত্রাসী ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানাই এবং ছাত্র জনতা সবাইকে মাঠে নামার ঘোষণা দেন। এরপর থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী হামলা ও পুলিশের গুলিতে গুরুত্ব আহত হন তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকরাম। এই আন্দোলন আমাদের দলের নেতাকর্মীদের ভূমিকা ছিল ব্যাপক।

তিনি বলেন, আকরাম গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা তার সুস্থতার জন্য দোয়ার প্রার্থনা করছি।

এই বিষয় জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হামদে রাব্বি আকরাম জানান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে দলের নির্দেশনা অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। জীবনের বিনিময় হলেও স্বৈরাচার পতন করব দলীয় এই নির্দেশনা মেনেই মাঠে কাজ করছি। কিন্তু পুলিশ ছাত্র জনতার উপর সরাসরি গুলি করে- বিশেষ করে আমাকে লক্ষ্য করে গুলি করে এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে এরপর আমার পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় জঘম ও গুরুতর আহত হয়। আমি যেন দূরত্ব সুস্থ হয়ে উঠতে পারি সেইজন্য সকলের কাছে দোয়া চাই।

এর আগে ছাত্রদল নেতা আকরামকে দেখতে যান- বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডাঃ রফিকুল ইসলাম, আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহ- সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ইব্রাহিম খলিল ফিরোজ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল,
নেত্রকোনা জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট পলমল চৌধুরী, ঢাকা জেলা বিএনপির আহবায়ক আবু আশফাক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ -সভাপতি জাকির হোসেন নান্নু, গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক, এম মনজুরুল করিম রনি, ও তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন।