ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসায়ী সমিতির মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 22, 2024 - 12:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ইন্টারনেট ব্যবসায়ী পরিবেশ রক্ষার্থে কেরানীগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কেরানীগঞ্জের কদমতলী লায়ন শপিং মলের নিচে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ীরা জানান, বিভিন্ন সময়ে সন্ত্রাসীরা আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। চাঁদা না দিলে আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হুমকি দিচ্ছে। আমরা মালিকপক্ষ এবং স্টাফরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। অনেক জায়গায় আমাদের অফিস ভাঙচুর করেছে। থানা থেকেও আমরা সেই রকম নিরাপত্তা পাচ্ছিনা।

মানববন্ধন অনুষ্ঠানে কেরানীগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির আহবায়ক আলিফ আহমেদ বলেন, বিভিন্ন সন্ত্রাসীরা মুঠোফোনে চাঁদাবাজরা ফোন দিয়ে ইন্টারনেট ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। ইন্টারনেট অফিসে এসে লুটপাট করছে।এদের আইনের আওতায় এনে শাস্তি জানাচ্ছি।আমরা যাতে কেরানীগঞ্জে সুন্দর ভাবে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতে পারি সেই ব্যবস্থা করা হোক।