ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আগের দিন সংবাদ সম্মেলন পরের দিন প্রত্যাহার।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 3, 2024 - 4:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিষয়ে ভুল বুঝাবুঝির কারনে গড্ডিমারী আদর্শ গ্রামে জোর পূর্বক জমি দখল ও বাড়ি উচ্ছেদের পায়তারা বিষয়ক একটি সংবাদ সম্মেলন করে পরের দিন প্রত্যাহার করেছেন কদম আলীসহ তার সঙ্গীরা।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গড্ডিমারী ইউনিয়ন পরিষদে শতাধিক লোকের উপস্থিতে সংবাদ সম্মেলন করে গত দিনের সংবাদ সম্মেলন প্রত্যাহার করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কদম আলী বলেন, আমরা গড্ডিমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা। জমি জমা সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝির কারণে গড্ডিমারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিয়া, মনির হোসেন, ফরিদুল ইসলাম শহর, মনছের, নুর ইসলাম, নুর হোসেন, ফজল, মোনতা সহ  কয়েক জনের বিরুদ্ধে ভোগদখলীয় জমি দখল এবং বাড়ি উচ্ছেদের পাঁয়তারা বিষয়ে গত ২ সেপ্টেম্বর হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করি। পরবর্তীতে জমি সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান হলে এবং সংবাদ সম্মেলনটি আইন বহির্ভূত না হওয়ায় দুঃখ প্রকাশ করছি। আমরা নিজেদের ভুল বুঝতে পেরে গত দিনের সংবাদ সম্মেলনটি প্রত্যাহার করে নিচ্ছি।
উক্ত সংবাদ সম্মেলনের বক্তব্যে আমরা আরও বলেছিলাম জামায়াত বিএনপির পরিচয় দিয়ে প্যানেল চেয়ারম্যান জিয়া সহ বেশ কয়েকজন আমাদের ভোগ দখলীয় জমি সহ বাড়িঘর উচ্ছেদের পাঁয়তারা করছে। এটি সত্য নয় ভুল বুঝাবুঝির কারনে মিথ্যা বক্তব্য দিয়েছিলাম এর জন্য আমরা দুঃখ প্রকাশ সহ সংবাদ সম্মেলনটি প্রত্যাহার করছি।