ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার পরিদর্শণে ফ্রান্সস্থ বাংলাদেশী রাষ্ট্রদূত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 5, 2024 - 5:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

ফ্রান্স প্রতিনিধি : ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার পরিদর্শণ করেছেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহাসহ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর ) বিকেলে প্যারিসের উপকণ্ঠ ইস্তায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার পরিদর্শণ করেন তারা। এসময় রাষ্ট্রদূত খন্দকার এম তালহাসহ অন্যান্য কর্মকর্তাদের অভ্যর্থনা জানান মসজিদের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনসহ কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির পরবর্তী প্রজন্মের জন্য এই ইসলামিক সেন্টার খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম চর্চার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য কেরের তিনি। ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশীর স্বার্থরক্ষায় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের সঙ্গে দূতাবাস একসঙ্গে কাজ করবেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
এসময় বাংলাদেশে বন্যাদুর্গত এলাকার মানুষের সার্বিক কল্যাণ কামনা ও নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়া জুলাই বিপ্লবের শহীদদের ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সবশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিটি ফ্লোর ঘুরে দেখেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের সামরিক সচিব ব্রিগেডিয়ার মিজানুর রহমান , হ্যাড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম , ইস্তা ইসলামিক সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিন, সেক্রেটারী কাজী হাবিবসহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ।