রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরীর স্মরণে আলোচনা সভা
রাঙ্গুনিয়া:বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরীর স্মরণে রাঙ্গুনিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লালানগর ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়নের ধানের শীর্ষ প্রতীকের সাবেক চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. ইউসুফ চৌধুরী।
লালানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ ইয়াকুব’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল গফুর খান, সহ যুগ্ম সম্পাদক মাস্টার এম. কামাল উদ্দীন, উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন,
লালানগর প্রবাসী বিএনপি পরিবারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বখতিয়ার, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রুখন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল আহমেদ, মো. রবিউল হাসান, ইঞ্জিনিয়ার মো. আলমগীর, খোকন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
এরআগে বিকেলে নেতৃবৃন্দরা সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইউনুচ তালুকদার’র কবর জেয়ারত করেন।