রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে ওসি’র মতবিনিময় সভা
রাঙ্গুনিয়া প্রতিবেদক:রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেছেন,“কোনো মানুষের প্রতি ব্যক্তিগতভাবে আমার কোনো বিদ্বেষ নেই। কোনো দল, গোষ্ঠীর প্রতিও কোনো বিদ্বেষ আমার নেই। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের প্রতি বেশি অনুগতও নই। পুলিশ সবার। ওসির কক্ষে আসতে হলে কারো মাধ্যম হয়ে আসতে হবেনা।
পুলিশিং কার্যক্রমে মানুষের সেবার দিক বিবেচনা করা হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে থানা মিলনায়তনে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব’র সাবেক সভাপতি মোহাম্মদ আলী , মোহাম্মদ ইলিয়াছ, আকাশ আহমেদ, সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন চাকমা, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, নির্বাহী সদস্য পান্থনিবাস বড়ুয়া , নুরুল আবছার চৌধুরী ,সদস্য আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, ইসমাইল হোসেন নয়ন ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওসি আরো বলেন, “ ৫ আগস্ট এর পরবর্তীতে , কিছু কিছু লোক তাদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য, অদ্যবধি বিভিন্ন জায়গায় হামলা ও জমি দখল করছে। এসব বিষয় কেউ আইনগত সহযোগিতা চাইলে অবশ্যই আমরা,আইনগত সহযোগিতা দেব। পট পরিবর্তনের পর বিভিন্ন ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে বা অন্য সময় নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল। তিনি পরে এসে মামলা করেছেন। মামলা যে কেউ করতে পারেন, মামলা করার অধিকার সবার আছে। মামলায় যদি ওই আসামী ওই কাজে সম্পৃক্ত না থাকে,তদন্তে প্রমাণ না পেলে আইনের ভাষায় যা করতে হয় আমরা তাই করবো।”