চন্দ্রঘোনা অটোরিক্সা চালক সমিতির কমিটি গঠন
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা সিএনজি অটোরিক্সা চালক সমবায় সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে চন্দ্রঘোনা লিচুবাগান নিজস্ব কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সোলাইমানের সঞ্চালনায় আবদুল মন্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন প্রমুখ।
পরে সকল সদস্যদের সম্মতিক্রমে মোহাম্মদ আবদুল মন্নান মনু কে সভাপতি ও মোহাম্মদ সোলাইমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, অর্থ সম্পাদক ফরহাদ কাদের, সহ অর্থ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্ল্যা, সদস্য মো. সোলায়মান, মো. হোসেন, মো. ইলিয়াছ।