ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জে বাস টার্মিনাল ও পরিবহন নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০, আটক ১২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 22, 2024 - 5:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঢাকা নারায়ণগঞ্জ পথে চলাচলরত বন্ধন পরিবহনের নিয়ন্ত্রন নেওয়াকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে যৌথবাহিনী ধাওয়া দিয়ে ১২ জনকে আটক করেছে। রোববার বিকেলে এ ঘটনার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বন্ধন পরিবহনের দখলে নেয় সাবেক ছাত্র দলের সভাপতি জাকির খান অনুসারীরা। রোববার বিকেলে তা নিয়ন্ত্রণ নিতে আসে চারদলীয় সরকারের আমলে র‌্যাবের ক্রস ফায়ারে নিহত যুবদল নেতা মমিনউউল্লাহ ডেভিডের ভাগিনা
সেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত রানাসহ তার লোকজন। এসময় তারা বন্ধন পরবিহনের অফিস ও কাউন্টার দখল নেয়ার জন্য হামলা চালায়। তখন পরিবহন কয়েকজন কর্মচারী ও চালকরা তাদের বাঁধা দিলে তাদের মারধর করে। খবর পেয়ে জাকির খানের সমর্থকেরা গিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘষ ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ভাবে দুই গ্রুপের মধ্যে প্রায় ঘন্টা ব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া চলে ও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়।

দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবহিনীসহ যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে।আটজনকে আটক করেছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম। বন্ধন পরিবন নিয়ন্ত্রণ করতে মালিকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। এ ধরনের কর্মকান্ড কঠোর হস্তে দমন করা হবে বলে জানান ওসি।