ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৫১ অপরাহ্ন

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পঞ্চগড় প্রশাসনের প্রস্তুতি সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 24, 2024 - 10:17 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

স্নিগ্ধা খন্দকার নিহা, পঞ্চগড় প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবেত আলী। উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির (সিও) লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক, সেনাবাহিনীর ২৯ বির (সৈয়দপুর) কমান্ডার কর্নেল ইউসুফ আলী, র‌্যাব—১৩ এর (সিপিসি—২) নীলফামারী কোম্পানি কমান্ডার মেজর ইসতিয়াক।

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকলেছুর রহমান সান ও সাহাদাৎ হোসেনসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকটি মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়। বিএনপি ও জামায়াতে ইসলামী প্রত্যেক মন্ডপে দলীয় কর্মীদের সমন্বয়ে ১০ জন করে স্বেচ্ছাসেবী নিয়োগ করার প্রতিশ্রুতি দেয়। কেউ ভীতি প্রদর্শন করলে বা অনলাইন মাধ্যমে গুজব ছড়ালে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়।

নিরাপত্তার জন্য যে কোনো তথ্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‌্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বছর জেলায় ২৯৯টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে।পঞ্চগড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্বে প্রশাসনসহ সকল স্তরের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু ও নিরাপদ পূজার জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।