রাঙ্গুনিয়া উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদ সমন্বয় কমিটি গঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি:– বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা কতৃক রাঙ্গুনিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজায় সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার
সভাপতি এ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ এবং সাধারন সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়।
রাঙ্গুনিয়া উপজেলা সমন্বয় কমিটিতে আহবায়ক হিসেবে অরূপ চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে হারাধন দাশকে নির্বাচিত করা হয়। এছাড়া যুগ্ন আহবায়ক শিবু চক্রবর্তী, সুমন দাশ, লিটন দে এবং সদস্য হিসেবে ডাঃ দয়াল হরি শীল, ডাঃ সন্তোষ কুমার শীল, সাজু দাশ, রনি কান্তি দাশ, অরূপ নাথ, ওম প্রকাশ দে, জয় চক্রবর্তী, নয়ন তালুকদার, মাষ্টার রাজীব দত্ত এবং ডাঃ দীপক শীলকে নির্বাচিত করা হয়।
এসময় বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজায় এই সমন্বয় কমিটি সাংগঠনিক দায়িত্ব পালন করবে এবং শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করার জন্য বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নির্দেশনা অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।