বালাগঞ্জে প্রবাসী শায়েক তালুকদার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
হেলাল আহমদ, বালাগঞ্জ : বালাগঞ্জের চক দৌলতপুর গ্রামে চাচাতো ভাইয়ের হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ সাহিদ তালুকদার ওরফে শায়েক মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে চক দৌলতপুর গ্রামের সামনে বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নিহত শায়েক মিয়ার ৩শিশু সন্তান সউদ তালুকদার, তায়িবা এবং তাহিয়াসহ পরিবারের অন্যান্য সদস্য, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, ৩নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম সিদ্দিকী, বিশিষ্ট মুরুব্বি রশিদ আলী মাস্টার, সাতির মিয়া, নশাদ মিয়া, বাবুল আহমদ, সৈয়দ সেরুল আহমদ, হারুন মিয়া, সাইদুল আহমদ, মুজিবুর রহমান মাস্টার, কয়েছ মিয়া, রাজা মিয়া, আরমান আহমদ, নজমুল মিয়া, আনর মিয়া, মাসুক মিয়া, সিরাজ মিয়া, লিটন আহমদ, আনোয়ার আহমদ, আঙ্গুর মিয়া, রাসেল আহমদ, নাইম আহমদ, হাসিম আহমদ প্রমুখ। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় বক্তারা শায়েক মিয়ার হত্যা ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ছুরুক মিয়া ওরফে মিন্টুসহ অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য : গত ১৪ সেপ্টেম্বর দুপুরে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের চক দৌলতপুর গ্রামে পারিবারিক কবরস্থানের বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষে ঝগড়া বাধে। এক পর্যায়ে মোহাম্মদ সাহিদ তালুকদার ওরফে শায়েক মিয়াকে তার প্রতিপক্ষ আপন চাচাতো ভাই ছুরুক মিয়া ওরফে মিন্টু শাবল দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত শায়েক মিয়া ঘটনার ৩দিন পর সিলেট উইম্যান্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ সেপ্টেম্বর রাতে ইন্তেকাল করেন। এ ঘটনায় বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৪, তারিখ-১৬ সেপ্টেম্বর ২০২৪। ঘটনার পর থেকে ছুরুক মিয়া ওরফে মিন্টুসহ মামলার আসামীরা পলাতক রয়েছে।