নন-এমপিও শিক্ষকদের স্মারকলিপি গ্রহণ করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
স্নিগ্ধ খন্দকার পঞ্চগড় প্রতিনিধিঃসারাদেশের মতো পঞ্চগড়ের স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন পঞ্চগড়ের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বকর মো. এরশাদুল হক, পঞ্চগড় জেলা শাখার সভাপতি কফিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খাঁ সহ জেলার অন্যান্য স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
শিক্ষকরা তাদের স্মারকলিপিতে তৎকালীন সরকারের বৈষম্যের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং বেতনবিহীন শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ, দুর্দশা ও বঞ্চনার কথা বিবেচনা করে দ্রুততম সময়ে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ) এমপিওভুক্ত করার দাবি জানান।
এর আগে জেলার ৬৩টি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিতভাবে স্মারকলিপি প্রদান করেন।
পঞ্চগড়ের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এই স্মারকলিপি প্রদান তাদের সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যা শিক্ষা খাতের বৈষম্য দূরীকরণ এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।