সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধিঃনবাগত পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বুধবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ত্রিশ জন সাংবাদিক অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক এ হোসেন রায়হান, চ্যানেল ওয়ানের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন রনিক, একাত্তর টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম, সময় টিভির সোহাগ হায়দার, আরটিভির সাংবাদিক হারুন অর রশিদ, দেশ টিভির রাশেদুজ্জামান বাবু, এবং অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরা।
সাংবাদিকরা পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, ওভারলোডিং সহ বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সাংবাদিকদের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “যেকোনো সমস্যা নির্ভয়ে আমাকে জানাবেন,পুলিশ কখনো অন্যায়ভাবে সাধারণ মানুষকে হয়রানি করবে না।”
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও পুলিশের যৌথ প্রচেষ্টাকে আরও সুসংহত করতে সহায়ক হবে। পুলিশের প্রতি সাংবাদিকদের আস্থা বাড়ানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।