ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে সাবেক খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 30, 2024 - 6:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধি:সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অশালীন ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে পঞ্চগড় আদালতে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা ইউনুস শেখ। মামলায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়বস্তু ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে মানহানিকর মন্তব্য।

সোমবার দুপুরে পঞ্চগড় আদালত চত্বরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আদম সুফী। তিনি জানান, গত রোববার (২৯ সেপ্টেম্বর) পঞ্চগড় আমলী আদালতে বিএনপি নেতা ইউনুস শেখ মামলাটি করেন। মামলায় কামরুল ইসলামের পাশাপাশি দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হককেও আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্ত ভার দিয়েছে।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ২১ মে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় তৎকালীন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চর বলে আখ্যা দেন। এছাড়া তিনি বলেন, জিয়াউর রহমানের কারণেই এতদিন যুদ্ধাপরাধের বিচার সম্ভব হয়নি এবং খালেদা জিয়া এই বিচার প্রক্রিয়ায় বাধা দিয়েছেন।

ইউনুস শেখ দাবি করেন, তিনি ওই বক্তব্য নিজ কানে শুনেছিলেন এবং এতে মর্মাহত ও ক্ষুব্ধ হন। পরদিন ২২ মে তিনি পঞ্চগড় বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার প্রথম পৃষ্ঠায় ওই বক্তব্য প্রকাশিত হতে দেখেন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে।

ইউনুস শেখ আরও বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং বিএনপির আদর্শে জীবনযাপন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্বে ‘জেড ফোর্স’ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এছাড়া, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক ইয়াছিনুল হক দুলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা বিএনপি নেত্রী অ্যাডভোকেট মোহছেনা প্রমুখ।