ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পুজায় পঞ্চগড়ে বিএনপি’র ৪,৫০০ স্বেচ্ছাসেবী দেবে নিরাপত্তা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 3, 2024 - 2:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্ন এবং আনন্দমুখর করতে বিএনপির প্রায় সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে। বোদা উপজেলার ৯৩টি এবং দেবীগঞ্জ উপজেলার ১১৬টি পূজামণ্ডপে এই স্বেচ্ছাসেবীরা সেবামূলক কাজ করবেন।

স্বেচ্ছাসেবকরা পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তাসহ নানা ধরনের সেবা প্রদান করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

বোদা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভায় তিনি জানান, বোদা উপজেলায় ১ হাজার ৭০০ জন এবং দেবীগঞ্জ উপজেলায় ২ হাজার ৮০০ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁরা মণ্ডপের পাশাপাশি হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরের নিরাপত্তায়ও নিয়োজিত থাকবেন। এ কাজের জন্য কাউকে কোনো অর্থ প্রদান করতে হবে না।

সভায় সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অন্ন প্রসাদ বর্মন। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মোহব্বত প্রমুখ।

আশা করা যায় দুর্গাপূজায় বিএনপির ৪৫০০ স্বেচ্ছাসেবী মণ্ডপে নিরাপত্তা ও সেবা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করবে।