বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ফরিদ শেখ কে আর্থিক সহায়তা প্রদান।
কেরানীগঞ্জ ( ঢাকা )প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ফরিদ শেখ কে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ সকাল দশটায় কালিন্দী ইউনিয়নের চড়াই ক্লাব এলাকায় বসবাসকারী ফরিদ শেখ (১৪)কে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানজিলা তাহজিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় প্রেসক্লাবের সামনে ফরিদ শেখ গুলি বিদ্ধ হয় ।এতে তার ডান পাশের একটি চোখ নষ্ট হয়ে যায়।