ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চক্ষু শিবির ও খাবার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 12, 2024 - 3:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার
চট্টগ্রাম: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ ঘোষিত অক্টোবর সেবা মাস উপলক্ষে শনিবার, ১২ অক্টোবর, চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার চট্টগ্রাম বিজ্ঞান ক‌লে‌জ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও খাবার বিতরণ করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এবং লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজার
লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন, আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সার্বিস চেয়ারপারসন লায়ন মো. জাহেদ হোসাইন, ট্রেজারের লায়ন শহীদুল ইসলাম শহীদ,
এডমিনিস্ট্রেটর লায়ন উম্মে হাবিবা, লায়ন মো. শোয়েব, লিও জেলার কনসার্ন রিজিয়ন ডিরেক্টর লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ইকলাস উদ্দীন আকিল, লিও ক্লাব ট্রেজারার লিও সাইফুন্নেসা খানম তাজরিন, লিও ফাতিন মানসিব, লিও তাওহিদ হাসান রিহাব প্রমূখ। অনুষ্ঠানে দুইশতাধিক সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু চিকিৎসা ও মানুষের দুপুরের আহারের ব্যবস্থা করা হয়।