তানোর কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে সবার শীর্ষে!
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলা কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা। তানোর উপজেলায় পাসের হারের দিক থেকে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ সবার শীর্ষে অবস্থান করছে। বরাবরের মত এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অত্র কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪২ জন। এর মধ্যে সকলেই পাস করেছে এবং ১৫ জন এ+ (জিপিএ-৫) পেয়েছে।
শতভাগ পাস ও ১৫ জন শিক্ষার্থীর এ+ (জিপিএ-৫) পাওয়াতে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতাউর রহমান শিক্ষাক-শিক্ষার্থী ও অভিবাবকদের ধন্যবাদ জানিয়েছেন।