ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 15, 2024 - 3:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকের্ যালী বের করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলমসহ উপজেলা স্কাউটস সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাতের গুরুত্ব তুলে ধরেন। হাত কে পরিস্কার রাখতে হলে নিয়ম মেনে হাত ধোয়ার বিকল্প নেই বলে জানান তারা।