ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 8, 2024 - 11:09 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির সহযোগি সংগঠনের উদ্যোগে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতিয়তাবাদী দল ‘বিএনপি’র ধামইরহাট স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো.শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মো.হানজালা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম (মুসা), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.রুহুল আমিন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শামীম কবির মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষকদল নেতা রিপন প্রমুখ।
বক্তাগণ বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের জন্য রেখে যাওয়া অবদানের কথা তুলে ধরেন এবং আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের পরিচালনায় বিএনপি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।