রাঙ্গুনিয়ায় সপ্তাহব্যাপী মৎস্য প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সাত দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার লালানগর বেরীবাঁধ এলাকায় মূল্যায়নের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংবাদকর্মী ও যুব স্কোয়াড রাইডার্সের সভাপতি ইসমাঈল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে সন্চলনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাইরুল ইসলাম।
কর্মসূচীতে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।