বকেয়া বেতনের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ,
নারায়ণগঞ্জ প্রতিনিধি : বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীর ক্রোনী গ্রুপের দুটি কারখানার শ্রমিকদের ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ, কারখানা ভাংচুর, সেনা বাহিনী ও পুলিশের অবস্থা
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দু’টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷ বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছেন৷ সোমবার সকাল সাড়ে দশটার দিকে কয়েকশ’ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন৷ এসময় শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ৷
শ্রমিকরা জানায়, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে কয়েকশত শ্রমিকদের কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরিচ্যুত করা হয়। এই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় আজ সকারে কারখানার সামনে বিক্ষোভ শুরু কর। এর পর্যায়ে তারা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। এর আগেও এই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটেছিলো।
এদিকে ঘটনাস্থলে বিপুল সংক্ষক সেনা বাহিনী, পুলিশসহ অন্যান আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে অবস্থা নিয়েছে।
বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শ্রমিক অসন্তোষ কারণে বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানার মধ্যে শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়৷