ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙামাটি বেতার কেন্দ্রে শুরু হচ্ছে ক্বারী তালিকাভুক্তকরণ কন্ঠস্বর পরীক্ষা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 11, 2024 - 2:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

অর্ণব মল্লিক, বিশেষ প্রতিনিধি:– বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে আগামী ১৮ই নভেম্বর শুরু হচ্ছে ক্বারী তালিকাভুক্তকরণ কন্ঠস্বর পরীক্ষা। তাই পরীক্ষায় অংশ নিতে করতে হবে রেজিস্ট্রেশন। আগামী ১৪ই নভেম্বর পর্যন্ত করা যাবে রেজিস্ট্রেশন।

বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বরাবর সরাসরি, ডাকযোগে অথবা রাঙামাটির বেতার কেন্দ্রের অনলাইন ও মেইলে আবেদনপত্র পাঠানো যাবে। বেতারের ইমেইল:- bbrnm@yahoo.com।

এছাড়া বেতারের ওয়েবসাইটে:-www.betar.gov.bd এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।