ধামইরহাটে পলিথিনের ব্যবহার রোধে বণিক সমিতির সদস্যদের সাথে ইউএনওর মত বিনিময়
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে পলিথিন এর ব্যবহার রোধে ধামইরহাট বাজার বণিক সমিতির সদস্যদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। ধামইরহাট বাজারের ব্যবসায়ীগণ নিজ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসলে ১২ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা নির্বাহ অফিসারের সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ কোরবান আলী দেলোয়ার, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সামু প্রসাদ সাহা, কাপড় ব্যবসায়ী আব্দুর রউফ, সজল হোসেন, পরিবহন ব্যবসায়ী মোঃ আশরাফ হোসেন চৌধুরী শিপন, দুলাল হোসেন, ইলেকট্রিক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, মুদি ব্যবসায়ী আসাদুল্লাহ, ফারুক হোসেন, আল আমিন, উপজেলা ক্যান্টিন ব্লক প্রতিনিধি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।