ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৯:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাপ্তাইয়ে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 12, 2024 - 4:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 166 বার

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ও শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি এবং সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ ও নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তনু, যুগ্ম সম্পাদক দেওয়ান পলাশ, রাঙ্গামাটি জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলী আকবর সুমন,জেলা ছাত্রদলের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জসীম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল আহবায়ক সেকান্দার আলী রাসেল, সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, কলেজ ছাত্রদল আহবায়ক আবদুল্লাহ আল মামুন অপু ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ সহ বিপুল সংখ্যক উপজেলা ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।

এদিকে ছাত্রদল নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষ ও বিদ্যালয় প্রধান শিক্ষকের সাথে সৌজন্যে সাক্ষাত শেষে শিক্ষার্থীদের মাঝে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার এর প্রস্তাবনা এবং ক্যাম্পাসে মেধা ও জ্ঞান ভিত্তিক ছাত্ররাজনীতি বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ী ৩ জনকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এবং কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ফুটবল ও ভলিবল উপহার দেয়া হয়।