পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উদযাপন
স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ নারীর ক্ষমতায়ন ও অর্থনীতিতে তাদের ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ১৯ নভেম্বর উদযাপিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) পঞ্চগড়ের ধাক্কামাড়া স্বদেশ সুপার মার্কেটের নাসিব কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নাসিব পঞ্চগড় এবং উদ্যোক্তা উন্নয়ন হাবের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাসিব পঞ্চগড়ের সভাপতি সাইফ সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার মোঃ ওয়াহিদুল কবীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং উদ্যোক্তাদের নিয়ে কাজ করা ব্যক্তিবর্গ।
নারী উদ্যোক্তারা ক্ষুদ্রঋণসহ ব্যাংকিং সুবিধা পাওয়ার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তাদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় এবং আলোচনা সভার মাধ্যমে নারীর অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।
নারী উদ্যোক্তারা শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়, বরং সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই দিবস উদযাপন তাদের উৎসাহিত ও সহযোগিতার একটি মাইলফলক।