ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই যুবকের এক মাসের সাজা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 19, 2024 - 7:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবনকারী যুবকের এক মাসের সাজা প্রদান করা হয়েছে।
গত সোমবার রাতে উপজেলার আলাদীপুর ও বেতদিঘি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে সাজা প্রদান করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।

অভিযুক্তরা হলেন উপজেলার আলাদীপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের মোসলেম উদ্দিন এর ছেলে মুক্তার হোসেন (৩৭) ও বৈকণ্ঠপুর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে আলমগীর (৩০)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুল জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফুলবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল তাদের এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।