ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূমিকম্পে কাঁপল রংপুর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 21, 2024 - 7:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 80 বার

রেখা মনি,রংপুর ব্যুরো : রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।ইতিহাসে এই প্রথম ভূমিকম্পে কাঁকল রংপুর জেলায়। ৩ দশমিক ১ রিখটার স্কেলের মাত্রা ছিলে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর)দুপুর ২টা ৩ মিনিটে ৩ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় রংপুর।এর স্থায়িত্ব ছিল মাত্র ২৭ সেকেন্ড বলে জানান,আবহাওয়াবিদ।

রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান,রংপুর সদরেই ভূমিকম্পের উৎপত্তি ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক এক। উৎপত্তিল বিবেচনায় এটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা।তবে ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে রংপুরে ভূমিকম্প অনুভূত হয়।এসময় রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক এক।তবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির আশংকা নেই।রংপুর জেলায় বড় ধরনের ভূমিকম্পের তথ্য নেই বলে জানাগেছে।