ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:২৭ অপরাহ্ন

বৃহত্তর চট্টগ্রাম সমিতির জেদ্দার নতুন সদস্য নবায়ন ও মেজবান আয়োজনে আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 22, 2024 - 6:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 135 বার
সৌদিআরব: আজ ২২শে নভেম্বর শুক্রবার সৌদিআরবের জেদ্দাস্থ কেন্ডেলিয়া রান্নাঘর রেস্টুরেন্টের হলরুমে সৌদিআরব পশ্চিমাঞ্চল বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে নতুন সভাপতিকে বরণ,  নতুন সদস্য নবায়ন ও মেজবান আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ জানুয়ারি জেদ্দায় অনুষ্ঠিত্ব ঐতিহ্যবাহী চট্টগ্রাম মেজবান ও সংস্কৃতি মেলা সফল করা সহ নানান বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা নতুন সদস্য সংগ্রহ করে সমিতির কার্যক্রমকে আরও গতিময় করে সমাজের অবহেলিত, দারিদ্র বিমোচন ও গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান করেন। তারা মেজবানে সৌদিআরবের পশ্চিমাঞ্চলে চট্টগ্রাম ভাষাভাষীদের প্রতিটি প্রবাসী ও পরিবারকে আমন্ত্রিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, ‘প্রবাসে বসবাসরত নতুন প্রজন্ম দিন দিন দেশীয় সংস্কৃতি ভুলতে বসেছে। তাই মেলার মাধ্যমে তাদের কাছে দেশীয় খেলাধুলা ও সংস্কৃতির সাথে সেতুবন্ধন রচনা করার বিকল্প নেই।’
সমিতির নতুন সভাপতির দায়িত্ব নিয়ে দেলোয়ার হোসেন আগামী ৩১ ডিসেম্বর এর মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও ফর্ম পূরণ করে জামা প্রদানের সময় নির্ধারণ করেন এবং আগামী ২৪ জানুয়ারির ২০২৫ সালে চট্টগ্রাম সমিতির জেদ্দার মেজবান উপহার দেয়ার আশ্বাস ব্যক্ত করেন।
আতাউর রহমান মাসুদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মাঈন চৌধুরীর, সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াখত আলী, আবু ল্যাভান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইলিয়াস, ইসলাম, ইসমাইল, আতাউর রহমান মাসুদ, মোহাম্মদ মামুন তাজ সহ অসংখ্য নেতৃবৃন্দ।