ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে ধর্ষণের পর হত্যায় ১ জনের আদালতে ফাঁসির রায় ঘোষণা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 25, 2024 - 5:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ির রামগড়ে ধর্ষণের পর হত্যার দায়ে মো. জাহাঙ্গীর আলমকে নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৫ নভেম্বর)  দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক এই রায় দেন। রাতে আদালত থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হেমন্ত ত্রিপুরা। তবে দণ্ড পাওয়া আসামি জাহাঙ্গীর জামিনে বেরিয়ে বর্তমানে পলাতক রয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর রাত ৮টার দিকে রামগড়ে ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ভিকটিমের স্বজনেরা বাদী হয়ে ঘটনার ৭ দিন পর জাহাঙ্গীরকে আসামি করে রামগড় থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০২০ সালে ২৮ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। ২০২৩ সালের ৯ মে অভিযোগ গঠন করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ মোট ৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন বিচারক।
মামলার অপর একজন আসামি মো. নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করে।