ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিন্ময় দাসকে গ্রেফতারের বিষয়ে যা জানালেন- উপদেষ্টা আসিফ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 26, 2024 - 2:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

নিজস্ব প্রতিবেদক:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা। একইসঙ্গে কোন সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থা নেয়া হবে।

রংপুরের পীরগাছায় শীতার্তদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, কোন সম্প্রদায়কে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করা হয়নি, রাষ্ট্রদ্রোহিতার কারণে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, দেশের প্রতিটি বিভাগের সাথে সমন্বয় রেখে রংপুর বিভাগেও উন্নয়ন করা হবে। ইউনিয়ন পরিষদ সম্পর্কে বলেন, পর্যায়ক্রমে বিকল্প ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের ৩০ লাখ টাকা অর্থ সহায়তাসহ আজীবন তাদের পাশে থাকা হবে। একইসাথে আহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে।

এ সময় ৬ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এছাড়া কাউনিয়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন আসিফ মাহমুদ।অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ  মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, মামুন মিয়ার বাবা আজগর আলী, শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম কষ্টের অনুভূতি ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।