কেরানীগঞ্জে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার, গ্রেফতার ২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও এই ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ হাসান(২৯) ও মোঃ সুমন (৩৮)। কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হুসাইনের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে
কলাতিয়া ইউনিয়নের তালেপুর রসুলপুর জামে মসজিদের পশ্চিম পাশে ইকবাল হোসেন এসুর বাড়ির একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ দ্রব্য সহ উক্ত হাসান ও সুমনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের মধ্যে ছিল এলো মাটি, সালফার, গন্ধক,ও বারুদ ভর্তি ৩৫টি বস্তা এবং কাচের টুকরা,বালি,গন্ধকের টুকরা ভর্তি আরো একটি বস্তা। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা। এই ঘটনায় মোঃ হাসান,সুমন, ইকবাল হোসেন এসু,(৪৫)সোহেল(৪২),মোঃ সোহেল (৪৫),মোঃ শাহজাহান (৬০), মীরজাহান (৫৫)ও গোলাম ফারুক (৫৫) এর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।