ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পানছড়িতে গনঅভ্যুত্থানে শহীদদের স্বরনে স্বরনসভা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 28, 2024 - 12:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়িতে ২৪-জুলাই আগষ্টে ছাত্র জনতার গন অভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরনে স্বরন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্বরনসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের স্বরনে ১মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ,পানছড়ি থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দীন,  ছাত্রদের প্রতিনিধি রবিউল ইসলাম,  উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভাশেষে শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা  করেন পানছড়ি মডেল সমজিদ এর পেশ ঈমাম মাওলানা সাব্বির মাহমুদ রশীদি।
বক্তরা বলেন, ছাত্রদের আন্দোলনে কথা সারাজীবন মনে রাখতে হবে, এই আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী  সরকারের পতন হয়েছে। আরো বলেন, যে তারুণ্য দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছে, তারা চান আগামীর বাংলাদেশে কোন মানুষ যেনো অধিকার বঞ্চিত না থাকে। যেখানে কারও স্বেচ্ছাচারী হয়ে ওঠার সুযোগ থাকবে না, থাকবে আইনের শাসন।