ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শোক সংবাদ ‘শিক্ষক পবিত্র কুমার সরকার’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 29, 2024 - 6:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গনিত) পবিত্র কুমার সরকার (৫২) শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজার সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুরে শিক্ষক পবিত্র কুমার সরকার এর কর্মস্থল কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মরদেহ রেখে সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক পবিত্র কুমার সরকারের মরদেহ ময়মহনসিং জেলার মুক্তাগাছা গ্রামের নিজ পারিবারীক শসানঘাটে রাত ১১টায় শেষকৃত্য দেওয়া হবে। তাঁর মৃত্যুতে শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ ও প্রশাসনিক কর্মকর্তা সহ এলাকার সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।