ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির ২য় সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 29, 2024 - 6:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কক্ষে বৃহস্পতিবার (২৮নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, উপজেলা যুবদলের সদস্য চন্দন খান,

জামায়াতে ইসলাম বাংলাদেশ এর ধর্মপাশা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মুখলেছুর রহমান আমিন, জামায়াতে ইসলাম বাংলাদেশ ধর্মপাশা সদর ইউনিয়ন শাখার আমির এনামুল হক তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় প্রতিনিধি আশরাফুল আলম আরিফ, সাংবাদিক সেলিম আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।

সভায় উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত আমাদের ১৩০ কিলোমিটার সার্ভে কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সম*য়ের মধ্যেই আমরা আমাদের সব*গুলো কাজ উদ্বোধন করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।