ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙ্গুনিয়ায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 29, 2024 - 6:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

রাঙ্গুনিয়া:ইসকনকে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে সংগঠনটিকে নিষিদ্ধকরণ ও কোর্ট মসজিদে হামলা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারি সকল উগ্র সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৌহিদী জনতার উদ্যোগে রাঙ্গুনিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ব্রহ্মোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট থেকে মিছিলটি শুরু হয়ে মরিয়মনগর সড়ক হয়ে মোগলেরহাট প্রদক্ষিণ শেষে রাঙ্গুনিয়া কমিউনিটি সেন্টার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাওলানা আবদুল খালেক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা আবুল কালাম, মাওলানা কাজী ওসমান, মাওলানা আজিজুল হক, মাওলানা মিজান, মাওলানা জহিরুল হক, ব্যবসায়ী শরফুল আলম মোরশেদ, ব্যবসায়ী মো. হেলাল, মাস্টার নুরুল করিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।