রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ ট্রাক ড্রাইভার গ্রেফতার
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়ায় দুইশো লিটার চোলাই মদসহ এক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাটে অভিযানকালে তাকে ধরা হয়। তার নাম মো. সাব্বির হোসেন (১৯)। সে রাঙ্গামাটি পৌরসভার ৪নং ওয়ার্ড তবলছড়ি অফিসার কলোনীর মো. মনির হোসেনের ছেলে। এসময় তার সাথে থাকা রাঙামাটির মানিকছড়ি রূপনগর এলাকার মো. শাকিল (২১) পালিয়ে যায়। জব্দকৃত চোলাইমদ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাব্বির পুলিশের কাছে স্বীকার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রোয়াজারহাট আশরাফীয়া হোটেলের সামনে থেকে ট্রাকটি সন্দেহবশত থামায় পুলিশ। এসময় সামনের সিটে বসা শাকিল নামে একজন পালিয়ে যায়। চালক সাব্বিরও পালাতে চাইলে পুলিশ তাকে ধরে ফেলে। পরে ট্রাকটির (ঢাকা মেট্রো- ড-১৪-০৯১৭) পিছনে মালামাল রাখার স্থানে ১০টি বাজারের ব্যাগের ভিতর সালাইনের প্যাকেট ভর্তি ১ লিটার করে ২০ লিটার এবং সর্বমোট ১০টি বাজারের ব্যাগে ২০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ পাওয়া যায়। তাদের দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।