ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৭ অপরাহ্ন

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 30, 2024 - 10:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার
নজমুল হক প্যারিস, ফ্রান্স:- ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা গতকাল বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এটিএন বাংলা( ইউকে) ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দীনকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো ফ্রান্স প্রতিনিধি নজমুল হককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ইউরো বাংলা প্রেসক্লাব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট তাইজুল ফয়েজ।
এ সময় নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লিগেল এইডের পরিচালক আজাদ মিয়া, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিন,মানবাধিকার কমিশন ফ্রান্সের  সহ-সভাপতি মাহবুবুল হক কয়েছ,ডিবিসি নিউজ ফ্রান্স প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ইকবাল মোঃ জাফর, গাজী টিভি ফ্রান্স প্রতিনিধি মিজানুর রহমান।
ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি জাকির খান,আহমদ ফয়েজ,যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, মায়নুল হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইমামুল হাসান, নুরুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারভেজ আলম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, দপ্তর ও ক্রীড়া বিষয়ক  সম্পাদক সাকিবুর রহমান লাভলু,অর্থ সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র সদস্য কবি সোহেল আহমদ, ফয়েজ আহমদ, সিরাজ উদ্দিন।
সভায় বক্তারা বলেন জাতির এই ক্রান্তি লগ্নে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জাতি একটি আলোর পথ পেতে পারে। সত্য ন্যায়ের মাধ্যমে ইউরো বাংলা প্রেসক্লাব প্রবাসের মাটিতে যে ভূমিকা রাখছে বর্তমান দায়িত্বশীলতা দৃঢ়তার সাথে প্রেসক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।