ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মপাশা উপজেলা ও ইউনিয়ন কর্মী সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 1, 2024 - 2:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০নভেম্বর) বেলা ২টার দিকে ধর্মপাশা উপজেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে কর্মী সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। এছাড়া অন্যদের মাঝে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমেদ, আনিসুল হক, আব্দুল মোতালিব খান, আনসার উদ্দিন, নূর আলী, দলের প্রয়াত নেতা নজির হোসেনের (সাবেক সংসদ সদস্য) সহধর্মিণী সালমা আক্তার, যুক্তরাজ্য

আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জেলা বিএনপির সাবেক সদস্য জুল ফিকার আলী ভুট্রো, ধর্মপাশা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কাজি মাজহারুল হক, সহসভাপতি আফছার আলম চন্দন, আব্দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, সহ সাংগঠনিক সম্পাদক মনতাজুর রহমান, আজিজুল হক, সহদপ্তর সম্পাদক হামিদুল ইসলাম রতন, প্রচার সম্পাদক শামছুল হক, যুব বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম হাদি, ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক

সাবেকুন্নাহার শিল্পী, সদস্য মুখলেছুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম বিএসসি, যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, প্রচার সম্পাদক মজিবুর রহমান মজুমদার, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুতাহের সোনা মিয়া, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ খোকন, সুখাইড়দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ, নেতা জাহাঙ্গীর আলম, সুখাইড় উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফতাব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নেতা বাচ্চু মিয়া (টুক), জয়শ্রী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নেতা আব্দুল আওয়াল প্রমুখ।

সমাবেশে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ৩ ও ৪ ডিসেম্বর জেলা বিএনপি থেকে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ফরম সংগ্রহ করে ৮ ডিসেম্বর মধ্যে জমা দিতে হবে।

এই কর্মী সভায় বক্তারা বলেন, গত ১৬ বছে আমরা কথা বলতে পারিনি। গুম, হত্যা, গ্রেপ্তার, নির্যাতন হয়েছে আমাদের উপরে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দো*লনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি।

এছাড়াও বক্তারা আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের এক*টাই দাবি, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, অনতিবিলম্বে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণকে ভোট দেবার সুযোগ করে দিতে হবে।