ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাজেকের পরিস্থিতি স্বাভাবিক, শতাধিক গাড়ি নিয়ে এসেছে পর্যটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 6, 2024 - 1:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :সাজেকে ফের পর্যটক আসা শুরু হয়েছে,বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে শতাধিক চান্দের গাড়ি (জিপ গাড়ি) পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেকে এসেছে।
বর্তমানে সাজেকের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুরো এলাকা শান্ত রয়েছে।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, শতাধিক জীপ গাড়ি খাগড়াছড়ি থেকে সাজেকে এসেছে। আজ হাজারের কাছাকাছি পর্যটক সাজেকে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে বলে জানান তিনি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। বর্তমানে পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
প্রসঙ্গত: মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকের দক্ষিণে ৭ নম্বর পাড়া রাস্তার দক্ষিণ পার্শ্বে শীব পাড়া নামক এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ- প্রসীত গ্রুপ এবং পিসিজেএসএস-সন্তু গ্রুপ এর মধ্যে থেমে থেমে বন্দুকযুদ্ধে চলেছিলে। গোলাগুলির ঘটনায় সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিলো। ওইদিনের ঘটনায় ইউপিডিএফ’র এক সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছিলেন, সন্তু লারমার জেএসএস।